২১শে মার্চ, রোববার দুপুর ৩টে থেকে ৪.৩০টে অব্দি আমাদের কলাঞ্জলীর ক্যানভ্যাস কোলকাতায়, ফোল্ডারে ফাগুন - দোলে আমার পাড়া কেমন চেহারা নেয় তা নিয়ে ছবি আঁকবে আমাদের পাড়ার ১৩ থেকে ১৮ বছরের ৩০০ ছেলেমেয়েরা নিজেদের পাড়ায় পাড়ায় বসে – রঙ বসন্ত। সঙ্গে থাকবে সারা বছর এই রং যেন লেগে থাকে আমাদের কলাঞ্জলীর ক্যানভাসে তার রেজিস্ট্রেশান।
রঙ্গীন শিল্পীদের এই আঁকতে লাগবে রঙ, ব্রাশ, পেন্সিল, ইরেজার। ইতিমধ্যে যোগাড় হয়ে গেছে আঁকার ফোল্ডার। আমাদের এই খুদে শিল্পীদের হাতে রঙ, ব্রাশ, পেন্সিল তুলে দিতে পারেন আপনারাও।