Pronaam Maha Quiz 2023

কুইজ চারদিন ধরে খেলা হবে ৩ / ১০ / ১৭ / ২৫ শে ডিসেম্বর ২০২৩ ।

সর্বাধিক ২০ টি দল কে অংশগ্রহনের সুযোগ দেওয়া হবে ।

একটি দলে ন্যূনতম ২ জন ও সর্বাধিক ৪ জন অংশগ্রহণ করতে পারে ।

খেলার সময় একটি দল থেকে সর্বাধিক ২ জন করে খেলতে পারবে বাকি ২ জনকে রিসার্ভ  বেঞ্চে বসতে হবে । একটি রাউন্ড শেষ হলে খেলোয়াড় পরিবর্তন করা যেতে পারবে ।

৩ তারিখ ও ১০ তারিখ খেলায় প্রাপ্ত নম্বর অনুযায়ী ২০ টি দলের মধ্যে থেকে ১০ টি দল কে বেছে নেওয়া হবে ( বেশী নম্বর প্রাপ্ত দল ) যারা ১৭ ও ২৫ তারিখ ফাইনাল রাউন্ড খেলবে ।

লটারির মাধ্যমে ২০ টি দলকে ২ টি গ্রুপে ভাগ করা হবে ।

৩ ও ১০ তারিখ একটি গ্রুপ অর্থাৎ ১০ টি দল খেলবে বিকেল ৪ টে থেকে ৫:৩০ টা অবধি ।

৩ ও ১০ তারিখ অন্য একটি গ্রুপ অর্থাৎ অপর ১০ টি দল খেলবে সন্ধ্যা ৬ টা থেকে ৭:৩০ টা অবধি ।

১৭ ও ২৫ তারিখ খেলা চলবে বিকেল ৪:৩০ থেকে সন্ধ্যা ৮ :০০ অবধি ।

৩১ শে ডিসেম্বর  প্রথম , দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী দলকে পুরস্কৃত করা হবে ।

৩ তারিখ খেলা হবে এন্টারটেন্মেন্ট রাউন্ড

এই রাউন্ডে প্রধানত হিন্দি ও বাংলা ছায়াছবি থেকে নানাবিধ প্রশ্ন রাখা হবে ।

খেলার নিয়ম সঞ্চালক খেলার দিন বুঝিয়ে দেবেন ।

৩ তারিখ প্রথম গ্রুপের প্রতিযোগীদের দুপুর ৩:৪৫ এর মধ্যে ও দ্বিতীয় গ্রুপের প্রতিযোগীদের ৫:৪৫ এর মধ্যে কলাঞ্জলি আর্ট স্পেসে নিজেদের দলকে ফিজিক্যালি রেজিস্টার করাতে হবে অন্যথায় দলকে অংশগ্রহণ করতে দেওয়া হবেনা ।

১০ তারিখ খেলা হবে স্পোর্টস রাউন্ড

এই রাউন্ডে প্রধানত খেলাধুলোর জগত থেকে নানাবিধ প্রশ্ন রাখা হবে ।

খেলার নিয়ম সঞ্চালক খেলার দিন বুঝিয়ে দেবেন ।

১০ তারিখ প্রথম গ্রুপের প্রতিযোগীদের দুপুর ৩:৪৫ এর মধ্যে ও দ্বিতীয় গ্রুপের প্রতিযোগীদের ৫:৪৫ এর মধ্যে কলাঞ্জলি আর্ট স্পেসে নিজেদের দলকে ফিজিক্যালি রেজিস্টার করাতে হবে অন্যথায় দলকে অংশগ্রহণ করতে দেওয়া হবেনা ।

১৭ ও ২৫ তারিখ খেলা হবে ফাইনাল রাউন্ড

ফাইনাল রাউন্ডে প্রশ্ন থাকবে বাংলা সাহিত্য , মাইথোলজি ,  আধুনিক ও ছায়াছবির গান , এবং জেনরাল নলেজ থেকে ।

খেলার নিয়ম সঞ্চালক খেলার দিন বুঝিয়ে দেবেন ।

১৭ ও ২৫ তারিখ প্রতিযোগীদের বিকাল ৪:১ ৫ এর মধ্যে কলাঞ্জলি আর্ট স্পেসে নিজেদের দলকে ফিজিক্যালি রেজিস্টার করাতে হবে অন্যথায় দলকে অংশগ্রহণ করতে দেওয়া হবেনা ।

প্রবেশ মুল্য ৫০০/- ( প্রতি দল , অফেরতযোগ্য )